Monday, May 2, 2011

উইন্ডোজ সেভেনে অপ্রয়োজনীয় ফিচার বন্ধ

মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে কিছু ফিচার রয়েছে, যেগুলো সব ধরনের ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নয়। অপ্রয়োজনীয় এসব ফিচার অনেক সময় কাজের গতি ধীর করে দিতে পারে। অপ্রয়োজনীয় ফিচারগুলো বন্ধ করার জন্য উইন্ডোজ সেভেনের Start মেন্যু থেকে Control Panel-এ যেতে হবে। Programmes-এ ক্লিক করলে Turn Windows features on or off নামের একটি অপশন পাবেন। এখান থেকে যে প্রোগ্রামগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে ঙশ করুন।

2 comments:

Popular Post