Saturday, April 30, 2011

সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে ডাউনলোড

সাধারণত অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের ডিফল্ট লোকেশন হিসেবে C:Program Files ডরক্টরি ব্যবহার করেন। অর্থাৎ আপনি যদি নতুন কোনো সফটওয়ার ইনস্টল করেন তবে তা C:Program Files লোকেশনে ইনস্টল হবে। সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে ফাইল ডাউনলোডের জন্য ইনস্টলার ডিফল্ট লোকেশন পরিবর্তন করতে সি ড্রাইভে থাকা ডাউনলোড ফোল্ডারটি কাট করে অন্য ড্রাইভে পেস্ট করুন।

Friday, April 29, 2011

স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ

কম্পিউটারে কোনো কাজ করার পর রিফ্রেশ অপশন ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখা হয়। স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ অপশন ব্যবহারের জন্য প্রথমে Start Menu -> Run-এ প্রবেশ করে regedit লিখে OK করুন। Registry Editor চালু হবে। এবার HKEY-LOCAL-MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update -এ প্রবেশ করে UpdateMode খুঁজে বের করুন। UpdateMode-এ ডাবল ক্লিক করে ডাটা ১ এর পরিবর্তে ০ করে কম্পিউটার রিস্টার্ট করুন।

Thursday, April 21, 2011

এমএস ওয়ার্ড দিয়ে ওয়েব পেইজ

এইচটিএমএল, ফন্ট পেইজ, ড্রিমওভার ব্যবহার করে বেশির ভাগ ওয়েব পেইজ তৈরি করা হয়ে থাকে। তবে যাঁরা এসব সফটওয়্যার ব্যবহার করতে পারেন না, তাঁরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করতে পারেন। এ জন্য একাধিক ওয়ার্কশিট আছে_এমন ডকুমেন্ট ওপেন করুন। এবার ফাইল মেনু থেকে Save as Web Page-এ ক্লিক করুন, তাহলে Save As ডায়ালগ বক্স আসবে। এখানে ফাইলের নাম দিয়ে সেভ করুন, তাহলে আপনার দেওয়া নামে ওয়েব পেইজ তৈরি হবে।

Popular Post