Saturday, April 30, 2011

সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে ডাউনলোড

সাধারণত অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের ডিফল্ট লোকেশন হিসেবে C:Program Files ডরক্টরি ব্যবহার করেন। অর্থাৎ আপনি যদি নতুন কোনো সফটওয়ার ইনস্টল করেন তবে তা C:Program Files লোকেশনে ইনস্টল হবে। সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে ফাইল ডাউনলোডের জন্য ইনস্টলার ডিফল্ট লোকেশন পরিবর্তন করতে সি ড্রাইভে থাকা ডাউনলোড ফোল্ডারটি কাট করে অন্য ড্রাইভে পেস্ট করুন।

3 comments:

  1. ha post ta shonda hoyeche.airokam aro post chay.
    www.nbadsha.co.cc

    ReplyDelete
  2. 10x Nbadsha. Ami try korbo aro sundor sundor post share korte. Sate thakun.

    ReplyDelete

Popular Post