Wednesday, March 30, 2011

সাময়িক সমস্যা

আসলামু আলাইকুম, বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভাল আছেন। আপনাদেরকে আজ যা বলতে চাই তা হল, ০৫/০৪/২০১১ আমার H.S.C পরীক্ষা শুরু। তাই ০৫/০৪/২০১১ হতে ০৮/৫/২০১১ পর্যন্ত নিয়মিত পোষ্ট শেয়ার করতে পারব না। ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। (ধন্যবাদ)

Tuesday, March 29, 2011

কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা

একাধিক ব্যক্তি যদি আপনার কম্পিউটার ব্যবহার করে তবে অনেক সময় আপনি বুঝতে পারবেন না কে, কখন আপনার কম্পিউটার ব্যবহার করছে। তবে এসব তথ্য আপনার কম্পিউটারের SchedLgU.Txt ফাইলে সংরক্ষণ করা থাকে। আপনার কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা সম্ভব। এ জন্য স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ok করলেই কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে তার তথ্য জানা যাবে।

ব্রাউজের আগে ওয়েবসাইট স্ক্যান

বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার আগেই জেনে নিতে পারেন সেই সাইটটিতে কোনো ভাইরাস অথবা মেলওয়্যার রয়েছে কি না। এ জন্য প্রথমে www.urlvoid.com সাইটে প্রবেশ করে Scan Website বক্সে ক্লিক করে পেইজের ওপরের ইনসার্ট ডোমেইন বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখুন। এবার Scan Now বাটনে ক্লিক করুন। তাহলে ওয়েবসাইটের আইপি, সার্ভারের নাম ইত্যাদি আসবে এবং স্ক্যানের ফলাফল দেখা যাবে।

Monday, March 28, 2011

অডিও ফাইল সম্পাদনা

অডিও ফাইল সম্পাদনার বিভিন্ন সফটওয়্যারের মধ্যে 'পাওয়ার সাউন্ড এডিটর ফ্রি' অন্যতম। ২০ মেগাবাইটের এই সফটওয়্যার www.free-sound-editor.com থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ব্যবহার করে MP3, MP2, WMA, WAV এবং OGG ফরম্যাটে অডিও ফাইল রেকর্ড এবং রূপান্তর করা যায়। এমনকি ভিডিও ফাইল এবং ইউটিউব থেকে অডিও রূপান্তর করা যাবে। এ ছাড়া ফাইলগুলো থেকে অডিও সিডি রাইট করা যায়।

Sunday, March 27, 2011

পিডিএফ কনভার্টার সফটওয়্যার

মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে অনেকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। কিন্তু আমাদের দেশে কম্পিউটার ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড না থাকায় অনেকে কিনতে পারেন না অ্যাপ্লিকেশনের লাইসেন্স কি। তবে তাঁরা চাইলে http://hotfile.com/dl/ 28918703/b82bf94/ Advanced_ Word_to_Pdf_ Converter_v6.4.rar.h%20tml ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করতে পারেন।

এক্সেল ব্যবহার করে ওয়েব পেইজ

এইচটিএমএল, ফ্রন্ট পেইজ বা ড্রিমওয়েভারের পাশাপাশি এঙ্লে ব্যবহার করেও খুব সহজে তৈরি করা যায় ওয়েব পেইজ। আর এঙ্লে দিয়ে ওয়েব পেইজ তৈরি করলে একই সঙ্গে অনেক ওয়ার্কশিটের ব্যবহার করা সম্ভব। এ জন্য এঙ্লে চালু করে একাধিক ওয়ার্কশিট আছে, এমন ডকুমেন্ট ওপেন করুন। এবার ফাইল মেনু থেকে Save as Web Page-এ ক্লিক করুন। এবার Save As ডায়ালগ বক্স এলে ফাইলের নাম দিয়ে সেভ করলেই তৈরি হয়ে যাবে আপনার ওয়েব পেইজ।

Friday, March 25, 2011

হ্যাং কম্পিউটার সচল করা

কম্পিউটারে কাজ করার সময় মাঝেমধ্যেই তা হ্যাং হয়ে যেতে পারে। হ্যাং অবস্থা থেকে কম্পিউটারকে সচল করতে একসঙ্গে Ctrl+Alt+Del চাপুন।এবার কম্পিউটারের টাস্ক ম্যানেজার খুলে যাবে। এবার প্রসেস ট্যাব থেকে explorer.exe কেটে দিন এবং মেসেজ বক্স এলে ইয়েস করুন।একইভাবে পুনরায় টাস্ক ম্যানেজার খুলে ফাইলে গিয়ে নতুন টাস্ক হিসেবে আবার একই ধরনের কাজ করতে হবে।

ইউজার অ্যাকাউন্টে ছবি সংযোজন

এক্সপিতে ইউজার অ্যাকাউন্টের ছবি পরিবর্তন করতে start-এ ক্লিক করেControl Pannel খুলুন। তারপর ইউজার অ্যাকাউন্টে প্রবেশ করে Change My Picture-এ ক্লিক করুন। এবার আপনার পছন্দমতো যেকোনো একটি ছবি নির্বাচন করুন। আর যদি আপনি আপনার ছবি যোগ করতে চান তাহলে Browse for more pictures-এ ক্লিক করে হার্ডড্রাইভে যে স্থানে ছবি আছে সেখান থেকে যেকোনো একটি ছবি নির্বাচন করে OK ক্লিক করুন।

Thursday, March 24, 2011

ফোল্ডার লুকিয়ে রাখুন

কম্পিউটারে ফোল্ডার লুকিয়ে রাখার জন্য My Computer-এ প্রবেশ করে যে ফোল্ডারটি লুকাতে চান, তাতে রাইট বাটন ক্লিক করে Properties খুলুন। এবার General ট্যাব থেকে Attributes-এর অধীনে থাকা Hidden ক্লিক করুন। তারপর Tools ম্যানু থেকে Folder Option-এর View ট্যাবের মধ্যে Hidden Files and Folders খুঁজে বের করুন। এবার Do not show hidden files and folders নির্বাচন করে Apply, OK করে বের হয়ে আসুন। তাহলে আপনার ফাইল বা ফোল্ডারটি লুকিয়ে যাবে। ফাইলটি দেখতে চাইলে Show hidden files and folders নির্বাচন করতে হবে।

শিক্ষাবিষয়ক ওয়েবসাইট

শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে www.studentrelation.com ওয়েবসাইট। সাইটটিতে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্যসহ রয়েছে ডকুমেন্ট ফাইল আপলোডের সুবিধা। কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য রয়েছে বিনা মূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এবং ফলাফল জমা দেওয়ার সুযোগ।

Wednesday, March 23, 2011

নিজের ইচ্ছামতো ফোল্ডার আইকন তৈরি

আপনার পছন্দমতো ফোল্ডারের আইকন পরিবর্তন করতে ফোল্ডার নির্বাচন করে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties নির্বাচন করুন। এরপর Customize ট্যাব নির্বাচন করুন। এবার Change Icon-এ ক্লিক করুন। তারপর আপনার পছন্দমতো যেকোনো একটি আইকন নির্বাচন করুন। আর পছন্দের কোনো আইকন ব্যবহার করতে চাইলে Browse-এ ক্লিক করে আপনার হার্ডডিস্কের যে জায়গায় .ICO and .EXE ফাইল রয়েছে সেখান থেকে আপনার পছন্দের আইকন নির্বাচন করুন।

আইএমইআই দিয়ে মোবাইলের তথ্য জানা

প্রতিটি মোবাইল ফোন হ্যান্ড সেটেরই একটি স্বতন্ত্র আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নাম্বার রয়েছে। এ নাম্বারের মাধ্যমে জেনে নিতে পারেন মোবাইল ফোনটির সব তথ্য। এ জন্য প্রথমে www.computertipsandtricks.net/2010/09/find-your-mobile-info-via-check-imei ওয়েবসাইট থেকে 'চেক আইএমইআই' সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। এবার মোবাইলে *#০৬# চাপলে ১৫-১৭ ডিজিটের একটি আইএমইআই সিরিয়াল নাম্বার পাওয়া যাবে। সফটওয়্যারটি ওপেন করে ও MEI অংশে লিখে প্রথম ৯ ডিজিট লিখলে মোবাইলের মডেল এবং কোথায় তৈরি তা জানা যাবে।

Tuesday, March 22, 2011

ফেইসবুক ফ্যানপেইজ মুছে ফেলা

জনপ্রিয় ব্যক্তি, সেবা এবং প্রতিষ্ঠানের নামে ফেইসবুকে অনেকেই ফ্যানপেইজ তৈরি করে থাকেন। ফ্যানপেইজ তৈরির পর চাইলে তা মুছেও ফেলতে পারেন। এ জন্য ফেইসবুকে লগ-ইন করে Accounts থেকে Manage Pages ক্লিক করুন। যে ফ্যানপেইজটি মুছে ফেলতে চান, তার নামের পাশে লেখা go to page ক্লিক করুন। আপনার ফ্যানপেইজটি ওপেন হবে।এবার Edit Page ক্লিক করলে যে পেইজটি ওপেন হবে, সেখানে Delete Page নামে একটি বাটন পাবেন। এটাতে ক্লিক করে ok করুন।

Monday, March 21, 2011

ফেইসবুকে ফ্যানপেইজ তৈরি

ফেইসবুকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সেবার নামে ফ্যানপেইজ তৈরি করা সম্ভব। ফ্যানপেইজ তৈরি করার জন্য প্রথমে ফেইসবুকে লগ-ইন করুন। এবার ব্রাউজারে www.facebook.com/pages/create.php ঠিকানা পেস্ট করে এন্টার চাপলে একটি পেইজ খুলবে। Create a Page for a অপশন থেকে আপনার পেইজের বিষয় নির্বাচন করে নিন। এবার পেইজ নাম নির্বাচন করে শর্তাবলিতে টিক চিহ্ন দিয়ে ঈৎবধঃব ঙভভরপরধষ চধমব বাটনে ক্লিক করুন। আপনার ফেইসবুক ফ্যানপেইজ তৈরি হয়ে যাবে।

একসঙ্গে একাধিক ই-মেইল চেক করা

অনেকেই একসঙ্গে একাধিক ই-মেইল ব্যবহার করে থাকেন। এ জন্য একটি ই-মেইল ঠিকানা থেকে সাইনআউট করে আরেকটি ই-মেইল ঠিকানায় লগ-ইন করতে হয়। মাল্টি ই-মেইল নোটিফায়ার সফটওয়্যার ব্যবহার করে একাধিক ই-মেইলের ইনবক্সও চেক করাসহ ই-মেইল আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনও পাওয়া যায়। www.computertipsandtricks.net/ 2010/08/check-multi-email-at-a-time ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

Sunday, March 20, 2011

ইন্টারনেটে ফাইল ডাউনলোডের গতি পরীক্ষা

ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার গতি পরীক্ষার মাধ্যমে আমরা কত গতির ইন্টারনেট ব্যবহার করছি তা জানা সম্ভব। এ জন্য www.testmy.net ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে Test My Download বাটনে click করুন। এবার Download Speed Test লেখা বাটন থেকে Smart Test-Test Size Auto Determine ক্লিক করুন। ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের গতি পরীক্ষা করে বিস্তারিত তথ্য জানাবে।

ফেইসবুক স্ট্যাটাস লুকানো

ফেইসবুকে স্ট্যাটাস আপডেট করলে তা সব ফেইসবুক বন্ধুই দেখতে পারে। তবে কাস্টমাইজ করে স্ট্যাটাস আপডেট করলে নির্দিষ্ট কিছু বন্ধুর কাছ থেকে আপনার স্ট্যাটাস লুকাতে পারেন। এ জন্য ফেইসবুকে স্ট্যাটাস লেখার পর স্ট্যাটাস বক্সের নিচে ডানপাশে তালা চিহ্নিত বক্সে ক্লিক করুন। এবার Customize ক্লিক করুন। নিচের Hide this from লেখা বক্সে যে বন্ধুর কাছ থেকে স্ট্যাটাস লুকাতে চান তার নাম টাইপ করুন। সাজেশন হিসেবে কিছু নাম আসবে, সেখান থেকে আপনার বন্ধুর নাম নির্বাচন করুন। এবার Save Settings ক্লিক করে স্ট্যাটাস আপডেট করুন।

Saturday, March 19, 2011

এমএস ওয়ার্ডে ফন্ট পরিবর্তন

এমএস ওয়ার্ডে লেখার সময় বাংলা ও ইংরেজি ফন্ট বারবার Format থেকে পরিবর্তন করতে হয়। 'শর্টকাট কি'র মাধ্যমে সহজেই ফন্ট পরিবর্তন করতে Tools->Customize-এ যান। উইন্ডোর নিচে Keyboard ক্লিক করুন। Categories থেকে Fonts ক্লিক করুন। ডান পাশে ফন্টগুলোর নাম থেকে বাংলা ফন্টের জন্য SutonnyMJ নির্বাচন করুন। Press New Shortcut key বক্সে মাউস রেখে যে কির মাধ্যমে ফন্ট পরিবর্তন করতে চান সেটি চাপুন (যেমন : F3)। একইভাবে ইংরেজি ফন্টের জন্যও 'শর্টকাট কি' তৈরি করে নিন। লেখার সময় 'শর্টকাট কি' চাপলেই ফন্ট পরিবর্তন হয়ে যাবে।

কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে আজান

আজানের সময় নিজের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে শুনতে পারেন আজান। কম্পিউটারে অতিরিক্ত একটি সফটওয়্যার ইনস্টল করলেই আপনার কম্পিউটারে আজান শুনতে পারবেন। এ জন্য প্রথমে www.computertipsandtricks.net/2010/08 /listen-azan-on-your-computer-on-azan-time-automatically ঠিকানার সাইট থেকে আজান বেসিক নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ইনস্টল করার সময় ভাষা হিসেবে ইংরেজি নির্বাচন করুন। দেশের নাম এবং শহরের তালিকা আসবে। প্রথমে বাংলাদেশ, পরে আপনার শহর নির্বাচন করে নিন এবং সেভ করুন।

Friday, March 18, 2011

ইয়াহু থেকে জিমেইলে মেইল ঠিকানা স্থানান্তর

ইয়াহুর মেইলের সংরক্ষণ করা ই-মেইল ঠিকানাগুলো ইয়াহু অ্যাকাউন্ট থেকে জিমেইল অ্যাকাউন্টে সংরক্ষণ করা সম্ভব। এ জন্য ইয়াহু মেইলে লগ-ইন করে Options-এ ক্লিক করুন। মেইল হোমপেইজের বামে Address Book->Management এ যান। এবার Import/Export ক্লিক করে এক্সপোর্ট অংশের Yahoo! CSV-এর Export now বাটনে ক্লিক করুন এবং ডেক্সটপে সেভ করুন। এবার জিমেইল খুলে Contacts থেকে Import-এ ক্লিক করুন। এবার ব্রাউজ বাটনে ক্লিক করে CSV ফাইলটি ডেক্সটপ থেকে Import Contacts বাটনে ক্লিক করুন।

গুগলে ওয়েবসাইটের লিংক যুক্ত

বিভিন্ন ওয়েবসাইট থেকে রেফারেন্স এবং গুগল ওয়েব ইউআরএলের ডেটাবেইস সার্চ করে ব্যবহারকারীদের সার্চ ফলাফল দেয় গুগল। তাই গুগল সার্চ ইঞ্জিনে লিংক না থাকলে সার্চ ফলাফলে সেই ওয়েবসাইটের কোনো তথ্য জানাতে পারে না গুগল। আপনার ওয়েবসাইটটির ইউআরএলও গুগলের ডেটাবেইস যুক্ত করতে পারেন। এ জন্য প্রথমে www.google.com/addurl ওয়েবসাইটে প্রবেশ করে ইউআরএল লেখার বক্সে আপনার ওয়েবসাইটটির ইউআরএল লিখুন। এবার নিরাপত্তা চিহ্ন সঠিকভাবে লিখে অ্যাড ইউআরএল ক্লিক করুন।

Thursday, March 17, 2011

সিডির অটোপ্লে বন্ধ করা

কম্পিউটারে সিডির ট্রেতে সিডি ঢোকানোর পর তা স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়। সিডির এই অটোপ্লে অপশনটা বন্ধ করা সম্ভব। এ জন্য start->run-এ গিয়ে gpedit.msc লিখে enter চাপুন। group policy নামে একটা পৃষ্ঠা খুলবে। পৃষ্ঠার বাঁ থেকে Computer Configuration > Administrative Templates > System নির্বাচন করতে হবে। ডান দিকে অনেক অপশন আসবে। সেখান থেকে Turn off Autoplay-এর ওপরে ডাবল ক্লিক করলে Turn off Autoplay Properties খুলবে। এখান থেকে Enable ক্লিক করে Turn off Autoplay On থেকে CD-ROM Drives সিলেক্ট করে Ok করুন।

ফায়ারফক্সে একাধিক হোমপেইজ

ফায়ারফক্সে ব্রাউজার চাইলে একাধিক হোমপেইজও তৈরি করা সম্ভব। এ জন্য ফায়ারফক্সের tools থেকে options ক্লিক করুন। এবার Home Page বক্সের মধ্যে যে ওয়েবসাইটগুলো হোমপেইজ হিসেবে নির্দিষ্ট করতে চান, সেগুলোর ইউআরএল ঠিকানা লিখুন। ঠিকানাগুলোর মাঝখানে Shift চেপে ব্যাকস্লাশ () বাটন ব্যবহার করে (|) দিতে হবে। এবার ok চাপুন। পরবর্তী সময়ে ফায়ারফক্স যখনই খুলবেন স্বয়ংক্রিয়ভাবে তখন সব ওয়েবসাইটও খুলবে।

Wednesday, March 16, 2011

Refresh বাটন My Computer টুলবারে রাখা

প্রথমে View-তে ক্লিক করে Toolbars থেকে Customize-এ যেতে হবে। এরপর বাম পাশ থেকে Refresh নির্বাচন করে Add বাটনে ক্লিক করতে হবে। Refresh বাটনকে টুলবারের বামে বা ডানে নেওয়ার জন্য ডানপাশ থেকে Refresh নির্বাচন করে Move Up বা Move Down বাটনে ক্লিক করতে হবে। তারপর Text options বক্স থেকে Show text lebels নির্বাচন করে ডান পাশ থেকে Close বাটনে ক্লিক করতে হবে।

অনলাইনে পিডিএফ ফাইল পড়া

পিডিএফ রিডার না থাকলেও অনলাইনে পিডিএফ ফাইল পড়া সম্ভব। এ জন্য প্রথমে http://view.samurajdata.se ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করুন। এবার ওয়েবসাইটে থাকা পিডিএফ ফাইল পড়ার জন্য প্রথম বক্সে পিডিএফ ফাইলটির লিংক লিখুন। এরপর ঠরব িবাটনে ক্লিক করুন। কম্পিউটার থেকে পিডিএফ ফাইল পড়ার জন্য দ্বিতীয় বক্সে ক্লিক করে আপনার ফাইলটি নির্বাচন করে নিন এবং ঠরব িবাটন ক্লিক করুন।

Tuesday, March 15, 2011

গুগলে ফটো অ্যালবাম তৈরি

অনলাইনে যাঁরা ছবি সংরক্ষণ করতে এবং তা অন্য ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করতে চান তাঁরা ব্যবহার করতে পারেন গুগলের ফটো শেয়ারিং সুবিধা। এ জন্য পিকাসা নামে গুগলের একটি ফটো শেয়ারিং সাইট রয়েছে। অনলাইনে ছবি সংরক্ষণ করতে প্রথমে http://picasaweb.google.com ঠিকানায় যান এবং আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করুন। এবার upload বাটনের মাধ্যমে প্রথমে অ্যালবাম তৈরি এবং ওই অ্যালবামে যেকোনো ছবি আপলোডের সুযোগ পাবেন এবং এর লিংক শেয়ার করতে পারবেন।

ছবির আকার কমানো

অনলাইনে বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে শেয়ার করার জন্য অনেক সময় বড় আকারের ছবিগুলোকে ছোট করার প্রয়োজন হয়। অনেক সময় ফটোশপ বা ছবি সম্পাদনার সফটওয়্যারের মাধ্যমে ছবির ইমেজের আকার কমালে ছবির মান নষ্ট হয়ে যায়। তবে ছবির মান নষ্ট না করেও ছবির আকার কমানো সম্ভব।www.computertipsandtricks.net/2010/08/compress-your-photos-without-quality-loss ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। সফটওয়্যারটি খুলে সহজেই ছবি যুক্ত করে তার আকার

কম্পিউটারে ওয়াপ সাইট দেখা

কম্পিউটারে ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজারগুলো শুধু এইচটিএমএল ভাষাই পড়তে পারে। এ কারণে কম্পিউটারে ওয়াপ সাইটগুলো খোলা যায় না। তবে ওয়াপ প্রুফ সফটওয়্যার দিয়ে কম্পিউটারেও মোবাইল ওয়াপসাইট দেখা সম্ভব। এ জন্য www.wap-proof.com ঠিকানার ওয়েবসাইট থেকে ওয়াপপ্রুফ সফটওয়্যারটি ডাউনলোড এবং কম্পিউটারে ইনস্টল করে নিন। এরপর অ্যাপ্লিকেশনটি খুলে ওয়াপ ঠিকানা লিখে মড় বাটনে ক্লিক করলেই ওয়াপ সাইট দেখা যাবে।

Monday, March 14, 2011

ভিডিও এডিটিংয়ে শব্দ যুক্ত

জিলটফ মুভি মেকার সফটওয়্যার ব্যবহার করে সহজেই ভিডিও এডিটিংয়ের পাশাপাশি অডিও ফাইল যুক্ত করা সম্ভব। সফটওয়্যারটি এভিআই, থ্রিজিপি, এভিআই, এফএলভি, ডবি্লউএমভি, ড্যাটসহ প্রায় সব ধরনের ভিডিও ফরম্যাট সমর্থন করে। প্রথমে www.computertipsandtricks.net/2010/07/download-xilisoft-movie-maker-portable-software ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এরপর ড্রাগ এবং ড্রপ পদ্ধতিতে যেকোনো অডিও ফাইল খুলতে এবং সম্পাদনা করতে পারবেন।

ফায়ারফক্সে অনলাইন বাংলা রেডিও

ফায়ারফক্সে অতিরিক্ত টুলবার যুক্ত করে অনলাইনে একাধিক বাংলা এফএম এবং ইন্টারনেট রেডিও শুনতে পারেন। এ জন্য মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা http://bdtransportinfo.ourtoolbar.com ঠিকানার ওয়েবসাইট থেকে টুলবারটি ডাউনলোড এবং ফায়ারফক্সে যুক্ত করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। এরপর ফায়ারফক্সের অ্যাড্রেসবারে রেডিও নামে একটি বাটন যুক্ত হবে। সেখান থেকে ইচ্ছামতো একটি রেডিও নির্বাচন করুন এবং অনলাইনেই শুনতে থাকুন এফএম রেডিও।

Sunday, March 13, 2011

ভার্চুয়াল র‌্যাম বৃদ্ধি

কম্পিউটারের গতি বাড়াতে ভার্চুয়াল র‌্যামের গুরুত্ব অনেক। এ জন্য My Computer আইকনে রাইট ক্লিক করুন। Properties-এ যান। Advanced ট্যাবে ক্লিক করুন। এবার Performance-এর নিচের Settings-এ ক্লিক করুন। pops up উইন্ডো থেকে Advanced-এ ক্লিক করুন। Virtual Memory-র নিচের বাটন Change-এ ক্লিক করুন। Custom Size বাটনে ক্লিক করুন। এখন আপনার হার্ডডিস্কের জায়গা অনুযায়ী Initial size-এ ১০০০-১৫০০ এবং Maximum size-এ ২০০০-২৫০০ টাইপ করুন। এখন Set বাটনে ক্লিক করুন।

একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন

ফেইসবুক ব্যবহারকারীরা একই ব্রাউজারে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট লগ-ইন করতে পারেন না। নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করতে গেলে আগের লগ-ইন থাকা অ্যাকাউন্টই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তবে ফায়ারফক্স এক্সটেনশন ব্যবহার করে একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব। এ জন্য www.nektra.com/ files/cookiepie.xpi ঠিকানার ওয়েবসাইট থেকে ফায়ারফক্সে অ্যাড অনসটি যুক্ত করে নিন। এবার ব্রাউজার রিস্টার্ট করে ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করার পর ফেইসবুক ট্যাবের ওপর রাইট বাটন ক্লিক করুন। Toggle On/Off CookiePie অপশনে ক্লিক করে কুকি পাই অন করুন। এবার নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করুন।

Saturday, March 12, 2011

বাংলাপিডিয়া

বাংলাপিডিয়া হলো ইন্টারনেটভিত্তিক বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এটি প্রকাশ করে থাকে। এটি ২০০৩ সালে প্রথম ১০ খণ্ডে প্রকাশিত হয়। প্রায় ৬০০০ নিবন্ধ রয়েছে এ বিশ্বকোষে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই এখানে নিবন্ধগুলো পাওয়া যায়। ওয়েবসাইটে নিবন্ধনগুলো পাওয়ার পাশাপাশি সিডি ও রমের মাধ্যমেও এগুলো পাওয়া যায়। বিভিন্ন জানা-অজানা, আলোচিত বা জনপ্রিয় বিষয়ের ওপর ভিডিও ক্লিপসও রয়েছে এতে। www.banglapedia.org ঠিকানায় পাওয়া যাবে বাংলাপিডিয়ার ওয়েবসাইট আর্কাইভ।

ডিআইভিএক্স ভিডিও কনভার্টার

বিভিন্ন ফরম্যাটের ভিডিও ফাইল একই প্লেয়ারে সমর্থন না করায় আমরা ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকি। ভিডিও ফাইল কনভার্ট করার জন্য ব্যবহার করতে পারেন ডিজিটাল ভিডিও কনভার্টার। কনভার্টারটি ডিআইভিএক্স এবং এমপিজিসহ প্রায় সব ধরনের ভিডিও কনভার্ট করতে সক্ষম। http://digitalvideo-converter.en.softonic.com /download ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

অনস্ক্রিন কিবোর্ড

অনেক সময় কিবোর্ড সঠিকভাবে কাজ করে না। আবার কখনো কখনো নষ্টও হয়ে যায়। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন কম্পিউটারের 'অনস্ক্রিন কিবোর্ড'। দুইভাবে চালু করা যায় এই অনস্ক্রিন কিবোর্ড। অনস্ক্রিন কিবোর্ড চালুর জন্য প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করে রান চালু করুন। এরপর osk লিখে এন্টার দিলেই চালু হয়ে যাবে অনস্ক্রিন কিবোর্ড। আবার মাই কম্পিউটার থেকে C:/Windows/System32 ফোল্ডারটি খুলে ড়ংশ ফাইলটিতে ডাবল ক্লিক করলেও চালু হবে অনস্ক্রিন কিবোর্ড। এটি মাউসের সাহায্যেই ব্যবহার করা যাবে।

Friday, March 11, 2011

মজিলাতে লেখা ছোটবড় করা।

মজিলা ব্রাউজার ব্যবহার করার সময় বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনেক সময় ছোটবড় করে দেখার প্রয়োজন হয়। ওয়েবসাইটের লেখা বড় করে দেখার জন্য Ctrl+ চাপতে হবে। আর ওয়েবসাইটির লেখা ছোট করতে Ctrl- চাপতে থাকুন, দেখবেন লেখা ছোট হচ্ছে। ওয়েবসাইটের লেখার আগের অবস্থানে যেতে হলে Ctrl+0 চাপতে হবে।

Thursday, March 10, 2011

অনলাইনে ছয় শতাধিক ম্যাগাজিন

অনলাইনে বিশ্বখ্যাত বিভিন্ন ম্যাগাজিনসহ ছয় শতাধিক ম্যাগাজিন পড়া যাবে http//www.maggwire.com/ ওয়েবসাইটে। সাইটটিতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা জনপ্রিয় ম্যাগাজিনগুলোর নানা আর্টিকল।

বিনা মূল্যে ই-বুক ও সফটওয়্যার

বিনা মূল্যে ই-বুক ও সফটওয়্যারইন্টারনেটে ই-বুক, সফটওয়্যার এবং সিনেমা বিনা মূল্যে ডাউনলোড করার সুযোগ রয়েছে www.bdweb.ucoz.com সাইটে। এ ছাড়া সাইটটিতে রয়েছে কম্পিউটার, গ্রাফিকসসহ বিভিন্ন বিষয়ের তথ্য।

Wednesday, March 9, 2011

এক সাইটে একাধিক সার্চ ইঞ্জিন সুবিধা

ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য একটি ওয়েবসাইট থেকেই জানতে পারেন একাধিক সার্চ ইঞ্জিন ও সাইটের তথ্য। www.bdpal.com ঠিকানার সাইটে রয়েছে গুগল, ইয়াহু, বিং, উইকিপিডিয়া, ইউটিউব, ফেইসবুক এবং টুইটারে আলাদাভাবে তথ্য খোঁজার সুবিধা। একই সঙ্গে সাইটটিতে হিন্দি এমপিথ্রি, সফটওয়্যার এবং টরেন্ট ফাইল খোঁজার সুযোগ রয়েছে। এ জন্য প্রথমে সাইটটিতে প্রবেশ করুন এবং বক্সে যে তথ্য খুঁজতে চান তা লিখুন। এবার যে সাইটে এ তথ্য খুঁজতে চান তার নামের ওপর ক্লিক করুন।

Tuesday, March 8, 2011

আপনার দেখা ওয়েবসাইটের তালিকা

আপনি যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, তখনই মজিলা ও ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে সেই সাইটগুলোর তালিকা স্বয়ংক্রিয়ভাবে হিস্ট্রিতে জমা হয়। ফলে আপনি প্রয়োজন হলে আপনার দেখা ওয়েবসাইটের তালিকা দেখতে পারেন। ওয়েবসাইটের তালিকা দেখতে মজিলা ও ইন্টারনেট এক্সপ্লোরার চালু করে Ctrl+H চাপুন। এবার ব্রাউজারের বাম পাশে আপনার দেখা ওয়েবসাইটের তালিকা দেখা যাবে।

পিডিএফ ফাইল তৈরি।

ডুপিডিএফ সফটওয়্যারটির মাধ্যমে সহজেই যেকোনো ডকুমেন্টকে পিডিএফ আকারে রূপান্তর করতে পারেন। এ জন্য প্রথমে http://dopdf.en.softonic.com/download ঠিকানার ওয়েবসাইট থেকে ডুপিডিএফ সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করে নিন। এবার যে ফাইলটি প্রিন্ট করতে চান তা খুলুন এবং ctrl+p চাপুন। Printer Name অপশন থেকে প্রিন্টার হিসেবে ডুপিডিএফ নির্বাচন করুন। এবার ফাইলটি পিডিএফ আকারে রূপান্তরিত হয়ে মূল ফাইলের পাশেই থাকবে।

নামাজের সময় বলবে হাতের মোবাইল

মোবাইলে নামাজের সময় বালে দেবে এমন একটা আজানের সফট খুঁজছিলাম অনেক দিন ধরে, অবশেষে মনের মতো একটার খুঁজ পেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
নিয়মাবলী:
১. ইনষ্টল,
২. সিলেক্ট সিটি> এশিয়া> বাংলাদেশ> চট্টগ্রাম. এরপর ওকে করুন।
৩. ক্যালকুলেশন মেথড> কাষ্টম> চট্টগ্রাম হলে লিখুনফজর: ৫৫> জোহর: ৯২> আছর: ১০৬> মাগরিব: ৬>এশা: ২৯।
৪. অপশন থেকে টাইম ফরমেট (২৪ ঘন্টা ফরমেট) এর ঘর থেকে টিক মার্ক তুলে দিয়ে সেভ করুন।
৫. এরপর ওয়ারনিং টাইপ থেকে আজান টোন সেট করুন এবং কতক্ষন আগে থেকে সতর্ক করবে তাও সেট করে দিতে পারবেন।
ডাউনলোড লিংক: http://www.cepmuvakkit.com/wap/CepMuvakkit.zip

Monday, March 7, 2011

মোবাইলে বন্ধুত্বের সাইট

মোবাইল ফোন থেকে ব্যবহার উপযোগী বন্ধুত্ব করার সুযোগ দিতে চালু হয়েছে friendsbd.net। সাইটটিতে রয়েছে লাইভ চ্যাট, ফোরাম, গ্রুপ তৈরি, মেসেজ আদান-প্রদান, ছবি আপলোড, নিজস্ব গ্যালারি তৈরিসহ বিভিন্ন সুবিধা।

Sunday, March 6, 2011

মজিলায় ওয়েব হিস্ট্রি মোছা

মজিলা ব্রাউজার ব্যবহার করে আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, মজিলা ব্রাউজারে সে ওয়েবসাইটের ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে হিস্ট্রিতে জমা হয়। আপনি যদি আপনার সার্চ করা ওয়েবসাইটের ঠিকানা মুছে ফেলতে চান, তাহলে মজিলা ব্রাউজার চালু থাকা অবস্থায় Ctrl+Shift+Del চাপুন। এবার ড্রপডাউন মেন্যু থেকে Everything-এ ক্লিক করে Clear Now ক্লিক করুন।

Thursday, March 3, 2011

মোবাইলে বাংলা দেখা যায় না?

আসলামু আলাইকুম , বন্দুরা কেমন আছেন ? আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব, যা নিয়ে কম বেশি মোবাইলে ইনটারনেট ব্যবহার কারিরা সমস্যায় পড়েন। তা হল মোবাইলে বাংলা দেখা যায় না। যারা এই সমস্যায় পড়েছেন তারা প্রথমে http://www.opera.com য়ে গিয়ে Opera Mini Brawser টি downlode করুন। তারপর browser টি ওপেন করুন। URL থেকে www. Delete করে opera:config অথবা about:config লিখে ওকে দিন কিছুক্ষণ পর একটা link আসবে ওখানে use bitmap fonts No থেকে Yes করে দিন। এবার মোবাইল থেকে ঝাপিয়ে পড়ুন বাংলা ব্লগ অথবা ওয়াপ গুলোতে।

কি ভাবে ব্লগারে সম্পুর্ণ একটি ব্লগ তৈরি করবেন? (পর্ব-১)

Popular Post