Thursday, March 24, 2011

ফোল্ডার লুকিয়ে রাখুন

কম্পিউটারে ফোল্ডার লুকিয়ে রাখার জন্য My Computer-এ প্রবেশ করে যে ফোল্ডারটি লুকাতে চান, তাতে রাইট বাটন ক্লিক করে Properties খুলুন। এবার General ট্যাব থেকে Attributes-এর অধীনে থাকা Hidden ক্লিক করুন। তারপর Tools ম্যানু থেকে Folder Option-এর View ট্যাবের মধ্যে Hidden Files and Folders খুঁজে বের করুন। এবার Do not show hidden files and folders নির্বাচন করে Apply, OK করে বের হয়ে আসুন। তাহলে আপনার ফাইল বা ফোল্ডারটি লুকিয়ে যাবে। ফাইলটি দেখতে চাইলে Show hidden files and folders নির্বাচন করতে হবে।

No comments:

Post a Comment

Popular Post