Sunday, March 27, 2011

এক্সেল ব্যবহার করে ওয়েব পেইজ

এইচটিএমএল, ফ্রন্ট পেইজ বা ড্রিমওয়েভারের পাশাপাশি এঙ্লে ব্যবহার করেও খুব সহজে তৈরি করা যায় ওয়েব পেইজ। আর এঙ্লে দিয়ে ওয়েব পেইজ তৈরি করলে একই সঙ্গে অনেক ওয়ার্কশিটের ব্যবহার করা সম্ভব। এ জন্য এঙ্লে চালু করে একাধিক ওয়ার্কশিট আছে, এমন ডকুমেন্ট ওপেন করুন। এবার ফাইল মেনু থেকে Save as Web Page-এ ক্লিক করুন। এবার Save As ডায়ালগ বক্স এলে ফাইলের নাম দিয়ে সেভ করলেই তৈরি হয়ে যাবে আপনার ওয়েব পেইজ।

No comments:

Post a Comment

Popular Post