Saturday, March 12, 2011

অনস্ক্রিন কিবোর্ড

অনেক সময় কিবোর্ড সঠিকভাবে কাজ করে না। আবার কখনো কখনো নষ্টও হয়ে যায়। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন কম্পিউটারের 'অনস্ক্রিন কিবোর্ড'। দুইভাবে চালু করা যায় এই অনস্ক্রিন কিবোর্ড। অনস্ক্রিন কিবোর্ড চালুর জন্য প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করে রান চালু করুন। এরপর osk লিখে এন্টার দিলেই চালু হয়ে যাবে অনস্ক্রিন কিবোর্ড। আবার মাই কম্পিউটার থেকে C:/Windows/System32 ফোল্ডারটি খুলে ড়ংশ ফাইলটিতে ডাবল ক্লিক করলেও চালু হবে অনস্ক্রিন কিবোর্ড। এটি মাউসের সাহায্যেই ব্যবহার করা যাবে।

No comments:

Post a Comment

Popular Post