Friday, March 18, 2011

গুগলে ওয়েবসাইটের লিংক যুক্ত

বিভিন্ন ওয়েবসাইট থেকে রেফারেন্স এবং গুগল ওয়েব ইউআরএলের ডেটাবেইস সার্চ করে ব্যবহারকারীদের সার্চ ফলাফল দেয় গুগল। তাই গুগল সার্চ ইঞ্জিনে লিংক না থাকলে সার্চ ফলাফলে সেই ওয়েবসাইটের কোনো তথ্য জানাতে পারে না গুগল। আপনার ওয়েবসাইটটির ইউআরএলও গুগলের ডেটাবেইস যুক্ত করতে পারেন। এ জন্য প্রথমে www.google.com/addurl ওয়েবসাইটে প্রবেশ করে ইউআরএল লেখার বক্সে আপনার ওয়েবসাইটটির ইউআরএল লিখুন। এবার নিরাপত্তা চিহ্ন সঠিকভাবে লিখে অ্যাড ইউআরএল ক্লিক করুন।

1 comment:

  1. শেয়ার করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।(কামাল)

    ReplyDelete

Popular Post