Wednesday, March 23, 2011

আইএমইআই দিয়ে মোবাইলের তথ্য জানা

প্রতিটি মোবাইল ফোন হ্যান্ড সেটেরই একটি স্বতন্ত্র আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নাম্বার রয়েছে। এ নাম্বারের মাধ্যমে জেনে নিতে পারেন মোবাইল ফোনটির সব তথ্য। এ জন্য প্রথমে www.computertipsandtricks.net/2010/09/find-your-mobile-info-via-check-imei ওয়েবসাইট থেকে 'চেক আইএমইআই' সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। এবার মোবাইলে *#০৬# চাপলে ১৫-১৭ ডিজিটের একটি আইএমইআই সিরিয়াল নাম্বার পাওয়া যাবে। সফটওয়্যারটি ওপেন করে ও MEI অংশে লিখে প্রথম ৯ ডিজিট লিখলে মোবাইলের মডেল এবং কোথায় তৈরি তা জানা যাবে।

No comments:

Post a Comment

Popular Post