Wednesday, March 23, 2011

নিজের ইচ্ছামতো ফোল্ডার আইকন তৈরি

আপনার পছন্দমতো ফোল্ডারের আইকন পরিবর্তন করতে ফোল্ডার নির্বাচন করে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties নির্বাচন করুন। এরপর Customize ট্যাব নির্বাচন করুন। এবার Change Icon-এ ক্লিক করুন। তারপর আপনার পছন্দমতো যেকোনো একটি আইকন নির্বাচন করুন। আর পছন্দের কোনো আইকন ব্যবহার করতে চাইলে Browse-এ ক্লিক করে আপনার হার্ডডিস্কের যে জায়গায় .ICO and .EXE ফাইল রয়েছে সেখান থেকে আপনার পছন্দের আইকন নির্বাচন করুন।

No comments:

Post a Comment

Popular Post