Saturday, March 19, 2011

এমএস ওয়ার্ডে ফন্ট পরিবর্তন

এমএস ওয়ার্ডে লেখার সময় বাংলা ও ইংরেজি ফন্ট বারবার Format থেকে পরিবর্তন করতে হয়। 'শর্টকাট কি'র মাধ্যমে সহজেই ফন্ট পরিবর্তন করতে Tools->Customize-এ যান। উইন্ডোর নিচে Keyboard ক্লিক করুন। Categories থেকে Fonts ক্লিক করুন। ডান পাশে ফন্টগুলোর নাম থেকে বাংলা ফন্টের জন্য SutonnyMJ নির্বাচন করুন। Press New Shortcut key বক্সে মাউস রেখে যে কির মাধ্যমে ফন্ট পরিবর্তন করতে চান সেটি চাপুন (যেমন : F3)। একইভাবে ইংরেজি ফন্টের জন্যও 'শর্টকাট কি' তৈরি করে নিন। লেখার সময় 'শর্টকাট কি' চাপলেই ফন্ট পরিবর্তন হয়ে যাবে।

No comments:

Post a Comment

Popular Post