Thursday, March 3, 2011

মোবাইলে বাংলা দেখা যায় না?

আসলামু আলাইকুম , বন্দুরা কেমন আছেন ? আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব, যা নিয়ে কম বেশি মোবাইলে ইনটারনেট ব্যবহার কারিরা সমস্যায় পড়েন। তা হল মোবাইলে বাংলা দেখা যায় না। যারা এই সমস্যায় পড়েছেন তারা প্রথমে http://www.opera.com য়ে গিয়ে Opera Mini Brawser টি downlode করুন। তারপর browser টি ওপেন করুন। URL থেকে www. Delete করে opera:config অথবা about:config লিখে ওকে দিন কিছুক্ষণ পর একটা link আসবে ওখানে use bitmap fonts No থেকে Yes করে দিন। এবার মোবাইল থেকে ঝাপিয়ে পড়ুন বাংলা ব্লগ অথবা ওয়াপ গুলোতে।

No comments:

Post a Comment

Popular Post