Sunday, June 19, 2011

সহজেই ওয়েব হিস্টোরি মোছা

মজিলা ব্রাউজার ব্যবহার করে আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন না কেন, ব্রাউজারের ওয়েব হিস্টোরিতে সেই তথ্য সংরক্ষণ করা হয়। আপনি যদি ব্রাউজ করা ওয়েবসাইটের ঠিকানা সংরক্ষণ করতে না চান, তবে খুব সহজেই মুছে ফেলতে পারেন ওই ওয়েব হিস্টোরি। এ জন্য মজিলা ব্রাউজার চালু করে Ctrl+Shift+Del চাপুন। এবার ড্রপডাউন মেন্যু থেকে Everything-এ নির্দিষ্ট করে Clear No বক্সে ক্লিক করলেই আগের সব ওয়েবসাইটের তথ্য মুছে যাবে।

1 comment:

  1. ধন্যবাদ তবে আমি জানতে চাই তুমি ইন্টারনেট ব্রাউজ করার জন্য কোন ব্রান্ড এর সিম ও মডেম ব্যবহার কর

    amzad fmf

    ReplyDelete

Popular Post