Monday, February 28, 2011

কম্পিউটারে মোবাইল হ্যান্ডসেট অ্যাপ্লিকেশন

কম্পিউটার সফটওয়্যারের ফাইল ফরম্যাট আর মোবাইল হ্যান্ডসেটের সফটওয়্যারের ফাইল ফরম্যাট সম্পূর্ণ আলাদা। ফলে হ্যান্ডসেটের কোনো অ্যাপ্লিকেশন সাধারণত কম্পিউটারে চালানো যায় না। তবে এসজে বয় ইমুলিটর সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটারে মোবাইল হ্যান্ডসেট অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। এ জন্য প্রথমে www.mediafire.com/yozmtdhtm0m ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার কম্পিউটারে যেকোনো জাভা হ্যান্ডসেট অ্যাপ্লিকেশনে ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি চালু হয়ে যাবে।

ফায়ারফক্সে সংবাদপত্রের লিংক

মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্রাউজারের সঙ্গে একটি অতিরিক্ত টুলবার যুক্ত করে সহজেই বাংলাদেশি সংবাদপত্রের লিংকগুলো ব্রাউজারের সঙ্গেই যুক্ত করে রাখতে পারেন। ফলে সংবাদপত্রগুলোর ওয়েবসাইটের ঠিকানা মনে না রাখলেও চলবে। www.bdtransportinfo.ourtoolbar.com ওয়েবসাইট থেকে টুলবারটি ব্রাউজারে যুক্ত করে নিতে হবে। ব্রাউজারটির মাধ্যমে পত্রিকার ওয়েবসাইটের ঠিকানা ছাড়াও স্বয়ংক্রিয় ই-মেইল নোটিফিকেশন এবং আবহাওয়ার তথ্য জানা যাবে।

error বার্তা বন্ধ করা

error বার্তা বন্ধ করাকম্পিউটারে বিভিন্ন কাজ করার সময় প্রায়ই error লেখা বার্তা দেখা যায়। এ ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে My computer থেকে properties-এ ক্লিক করে advance নির্বাচন করুন। এবার error reporting ট্যাবে ক্লিক করুন। এখান থেকে disable error reporting নির্বাচন করুন। এর পর থেকে আপনার কম্পিউটার আর বিরক্তিকর error বার্তা প্রদর্শন করবে না।

ইউটিউবের ভিডিও ডাউনলোড

কম গতির ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণত ইউটিউবের ভিডিও ঠিকমতো দেখতে পারেন না। ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে কম্পিউটারে দেখা যায়। এ টিউব ক্যাচার সফটওয়্যারটির মাধ্যমে ইউটিউবের ভিডিও ডউনলোড করার সুযোগ রয়েছে। এ জন্য http://computertipsandtricks.net/2010/07/download-youtube-video-via-atube-catcher ঠিকানার সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন।

Friday, February 25, 2011

ফ্রী এস এম এস পাঠান সারা বিশ

100%ফ্রী!! ফ্রী এস এম এস পাঠান সারা বিশ্বের যে কোন প্রান্তে।কোন রেজিস্ট্রেশন লাগবে না।
Link: http://sms.bdrulez.com/index.php
আপনি এখানে ১৬০ অক্ষরের বেশী লিখতে পারবেন না। তবে যত বার ইচ্ছা তত বার মেসেজ পাঠাই তে পারবেন
। কোন সমস্যা নাই। আর মোবাইল নম্বর দেয়ায় সময় অবশ্যই কান্ট্রি কোড দিতে হবে। যেমন:বাংলাদেশের জন্য ( ৮৮০+আপনার নম্বর )। আর বিশ্বের কয়েকটি দেশের কান্ট্রি কোড জানতে
http://www.howtocallabroad.com/codes.html
এই ওয়েব সাইট থেকে মেসেজ পাঠালে,অর্থাৎ আপনি যাকে মেসেজ পাঠাবেন তার কাছে আপনার মোবাইল নম্বর দেখাবে না এখন যত ইচ্ছা মেসেজ পাঠান।

Thursday, February 24, 2011

দারুন একটি মোবাইল ম্যাসেঞ্জার Nimbuzz।

আপনারা যারা সব সময় নেটে চ্যাট করতে ভালবাসেন তাদের জন্য এই ম্যাসেন্জারটি খুব কাজের। এটিতে Facebook,Yahoo,GoogleTalk সহ আরো একাধিক একাউন্টে এক সাথে চ্যাট করা যায়। এটি মোবাইলে ইন্সটল দেবার পর Nimbuzz-এ একটি একাউন্ট খুলতে হবে এবং তার পর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর Menu> Settings > communities থেকে অন্যান্ন একউন্টে রেজিস্টার করা যাবে। এ ছাড়াও এতে রয়েছে Nimbuzz এর চ্যাটরুম, অনলাইন গ্যালারি আরো অনেক কিছু। এটি মোবাইল এবং কম্পিউটার দুটি ভার্সনেই পাওয়া যায়।
Link www.nimbuzz.com

ফেইসবুকের ফ্রেন্ডলিস্ট লুকানোর সহজ পদ্ধতি

আমরা অনেকে ই চাই আমাদের ফ্রেন্ডলিস্ট লুকানো থাকুক সবার কাছ থেকে। তাই আজ আমরা ফেইসবুক এর ফ্রেন্ডলিস্ট লুকানোর সহজ পদ্ধতি শিখব। প্রথমে ফেইসবুক এ প্রবেশ করুন। তারপর প্রোফাইল -এ ক্লিক করুন। তারপর ফ্রেন্ডলিস্ট এর পাশে পেন্সিল -এর আইকন এর উপর ক্লিক করুন এবং Show Friend List to everyone এর পাশের টিক মার্ক তুলে আনচেক করুন। ব্যাস, হয়ে গেল আপনার ফ্রেন্ডলিস্ট লুকানো।

Wednesday, February 23, 2011

ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করুন খুব সহজে

আমাদের অনেক সময় বড় বড় ইংরেজী শব্দ বা প্রবন্ধ অনুবাদ করার প্রয়োজন হয়। তখন আমাদের Dictionary নিয়ে হয়তো পড়ে থাকতে হয় অনেক সময়। আমি আজ এমন একটি সাইট আপনাদের সাথে শেয়ার করবো যেখানে আতি অল্প সময়ের মধ্যে য়ে কোন ইংরেজী লেখা বা শব্দ বাংলায় অনুবাদ করতে পারবেন । এ সাইড সম্পকে আনেকেই জানেন, যারা জানেন না তারা সাইড এ গিয়ে ইংরেজী লেখা অনুবাদ করুন খুব আল্প সময়ে। নিচের খালি ঘরে কোন ইংরেজী শব্দ বা বাক্য লিখুন। তারপর নিচে “অনুবাদ করো” বাটনে ক্লিক করলে উপরের ঘরে এর বাংলা অনুবাদ দেখা যাবে। অনুবাদকের লিংক http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl

Tuesday, February 22, 2011

ব্লগে কম্পিউটার সমস্যার সমাধান

তথ্যপ্রযুক্তির বিভিন্ন তথ্য এবং কম্পিউটারের সমস্যার সমাধান নিয়ে চালু হয়েছে ব্লগ www.helpnews.info । আরো রয়েছে টিপস, অ্যান্টিভাইরাস, সফটওয়্যার, গেইমস ইত্যাদি বিষয়ক তথ্য।

উইন্ডোজ এক্সপিতে ড্রাইভের নাম পরিবর্তন

কম্পিউটারের হার্ডডিস্কের প্রতিটি পার্টিশনের আলাদা ড্রাইভ লেটার করা থাকে (যেমন-C:, D:, E:, F: ইত্যাদি)। ব্যবহারকারীরা ইচ্ছে করলেই ড্রাইভ লেটার পরিবর্তন করে নিতে পারেন। এ জন্য প্রথমে Start\Settings\Control Panel\Administrative Tools- খুলুন। এরপর Computer Management-এ ডাবল ক্লিক করে Disk Management-এ ক্লিক করে যে ড্রাইভটির ড্রাইভ লেটার পরিবর্তন করতে চান, সেটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Change Drive Letter and Paths নির্বাচন করুন। পরবর্তী সময়ে Change বাটনে ক্লিক করে Assign the following drive letter ড্রপ-ডাউন লিস্ট বক্স থেকে যেকোনো একটি ড্রাইভ লেটার নির্বাচন করে Ok করুন। পরবর্তী সময়ে ড্রাইভ লেটার পরিবর্তন করার বিষয়টি কনফার্ম করার জন্য Yes বাটনে ক্লিক করুন।

Sunday, February 20, 2011

ফায়ারফক্সে লাইভ ক্রিকেট স্কোর

ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা ব্রাউজারে একটি প্লাগইন যুক্ত করে সহজেই জানতে পারবেন লাইভ ক্রিকেট স্কোর। এ জন্য www.bdmusic24.com/forum/index.php?topic=137.0 ঠিকানার সাইট থেকে প্লাগইনটি সেটআপ করলেই ফায়ারফঙ্রে ডান দিকের নিচে ক্রিকেট স্কোর দেখা যাবে। বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হলে স্কোর অপশনটিতে ক্লিক করতে হবে।

Popular Post