Tuesday, February 22, 2011

উইন্ডোজ এক্সপিতে ড্রাইভের নাম পরিবর্তন

কম্পিউটারের হার্ডডিস্কের প্রতিটি পার্টিশনের আলাদা ড্রাইভ লেটার করা থাকে (যেমন-C:, D:, E:, F: ইত্যাদি)। ব্যবহারকারীরা ইচ্ছে করলেই ড্রাইভ লেটার পরিবর্তন করে নিতে পারেন। এ জন্য প্রথমে Start\Settings\Control Panel\Administrative Tools- খুলুন। এরপর Computer Management-এ ডাবল ক্লিক করে Disk Management-এ ক্লিক করে যে ড্রাইভটির ড্রাইভ লেটার পরিবর্তন করতে চান, সেটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Change Drive Letter and Paths নির্বাচন করুন। পরবর্তী সময়ে Change বাটনে ক্লিক করে Assign the following drive letter ড্রপ-ডাউন লিস্ট বক্স থেকে যেকোনো একটি ড্রাইভ লেটার নির্বাচন করে Ok করুন। পরবর্তী সময়ে ড্রাইভ লেটার পরিবর্তন করার বিষয়টি কনফার্ম করার জন্য Yes বাটনে ক্লিক করুন।

No comments:

Post a Comment

Popular Post