Monday, February 28, 2011

কম্পিউটারে মোবাইল হ্যান্ডসেট অ্যাপ্লিকেশন

কম্পিউটার সফটওয়্যারের ফাইল ফরম্যাট আর মোবাইল হ্যান্ডসেটের সফটওয়্যারের ফাইল ফরম্যাট সম্পূর্ণ আলাদা। ফলে হ্যান্ডসেটের কোনো অ্যাপ্লিকেশন সাধারণত কম্পিউটারে চালানো যায় না। তবে এসজে বয় ইমুলিটর সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটারে মোবাইল হ্যান্ডসেট অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। এ জন্য প্রথমে www.mediafire.com/yozmtdhtm0m ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার কম্পিউটারে যেকোনো জাভা হ্যান্ডসেট অ্যাপ্লিকেশনে ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি চালু হয়ে যাবে।

No comments:

Post a Comment

Popular Post